আবু তাহের মোঃ মাসুদ রানা
জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা (Abu Taher Md. Masud Rana) ০৮ জানুয়ারি, ২০২৫ তারিখে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচ এর একজন সদস্য। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাটে তাঁর কর্মজীবন শুরু করেন। সিভিল সার্ভিসে তিনি ২৯ বছরেরও বেশি সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত সচিব, মহাপরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যুগ্মসচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিডিএলজি, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তৎপূর্বে তিনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর ও রাজশাহী বিভাগে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা পরিষদে, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে লালমনিরহাট জেলায় কর্মরত ছিলেন। তাছাড়া, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ও পাবনা জেলার ফরিদপুর উপজেলায় এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নওগাঁ জেলার আত্রাই ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় কর্মরত ছিলেন।
আবু তাহের মোঃ মাসুদ রানা পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর সহধর্মিনী একজন গৃহিণী।