Wellcome to National Portal
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

মাননীয় উপদেষ্টা

অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার
মাননীয় উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার ১৯৬৪ সালে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ১৯৯৩ সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্স (আইপিজিএমআর) থেকে মানসিক রোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের দশম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে যোগদান করেন। সফল কর্মজীবন শেষে তিনি ২০২৩ সালের ০২ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে চাকরি হতে অবসর গ্রহণ করেন। তাঁর সহধর্মিণী ডা. রমা সাহা একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক। তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর কন্যা বুয়েট থেকে স্নাতক ও যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করে সেখানে কর্মরত। ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত লেখালেখির সঙ্গেও জড়িত। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে সামাজিক চেতনার মনস্তত্ত্ব (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০) উল্লেখযোগ্য। তাছাড়া তিনি বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য।